ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ পোষ্টে আপনাদের জানাই Bd status pro সাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবারও বছর ঘুরে এলো আমাদের সবচেয়ে আনন্দের দিন “ঈদ”। আমরা বছরে দুটি ঈদ উদযাপন করি। একটি ঈদ-উল-ফিতর এবং অপরটি ঈদ-উল-আযহা। ঈদের এই ২টি দিনকে ঘিরে আমাদের কতই না আয়োজন।
আপনি হয়তো ভাবছেন আপনার প্রিয় মানুষদের কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন ? তাহলে এই ঈদ মোবারক স্ট্যাটাস পোষ্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের পোষ্টে ২০২২ সালের কিছু সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদ স্ট্যাটাস, ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস এবং ঈদ মোবারক এসএমএস শেয়ার করা হলো।
ঈদ মোবারক স্ট্যাটাস
১. সাদা গোলাপ সবুজ পাতা,
তোমাকে জানাই ঈদের কথা ।
আসবে আমার বাড়িতে,
বসতে দিব পিড়িতে ।
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।
----ঈদের শুভেচ্ছা----
২. হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম, আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন, সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম, আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৩. রমজান মাস এলো,
রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল,
নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৪. দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুক খুশী মনে
***** ঈদ মোবারাক ****
৫. ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
শুভ হোক তোমার ঈদের দিন।
৬. আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারণ,
আজ যে ঈদের দিন।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৭. ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত....
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৮. নতুন পোশাক পরে নিও,
বেশি করে ঈদের সেলামী নিও ।
সেমাই খেও পেট ভরে
ঘুরাফেরা করো মন ভরে ।
ঈদ মোবারাক বলো প্রান খুলে ।
৯. ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১০. ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।
রোজা শেষ রোজা শেষ, ঈদ চলে এলো রে।
নতুন জামা পরবে, হাসি খুশি থাকবে .
ঈদ চলে এলো সবার দুয়ারে।
শুভেচ্ছা রইলো সবাইকে .
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১১. আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে ।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে ।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১২. ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদেরে কাদায়,
আর আমার এই সময় তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়. ‘
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১৩. দুরের মানুষ আসুক কাছে,
কাছের জনও থাকুক পাশে,
মন ছুটে যাক মনের টানে,
নয়া চাঁদের আগমনে,
ঈদ কাটুক খুশিতে।
১৪. দিনে গরম রাতে শীত
সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল,
খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
১৫. তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে ‘ঈদ মোবারক’
১৬. ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।
১৭. এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক।
১৮. শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from the heart ...
EID MUBARAK
১৯. ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে
পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২০. ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
‘ঈদের অভিনন্দন’
২১. রংধনু আসে রঙের টানে,
সুবাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে,
মন কেটে যায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে,
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২২. আকাশ এ ঊঠেছে নতুন চাঁদ.’
দিলাম তোমায় ঈদ এর দাওয়াত’.
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনব ধরে’ .
তাতেও যদি না আসতে চাও , সময় দিয়ে
:<>=<>ঈদ<> মোবারক<>=<>: জানাও. . .
২৩. তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি।
তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি।
তুমি বর্ষার এক পরশ বৃষ্টি।
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ।
তোমাকে জানাই...<>=<>ঈদ<> মোবারক<>=<>।
------------------------------------------
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টে ঈদের সেরা কিছু শুভেচ্ছা স্ট্যাটাস তুলে ধরার জন্য। আশা করি আপনাদের সবার ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্টটি একটু হলেও ভালো লেগেছে। তাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বার্তা শেয়ার করুন। এবং আপনাদের সবার ঈদ ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্ট শেষ করছি।
সবাইকে অগ্রিম <>=<>ঈদ<> মোবারক<>=<>।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।