বান্ধবীর জন্মদিন অথচ তাকে শুভেচ্ছা জানাবেন না তা তো নয়। বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা নিয়ে আসলাম বেশ কিছু জন্মদিনের স্ট্যাটাস । যে স্ট্যাটাসগুলার মাধ্যমে আপনি আপনার প্রিয় বান্ধবীকে জানাতে পারেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা ।
তুই আমার জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা। চিন্তা করিস না, প্রোপজ করব না, জন্মদিনের উইজ করব। শুভ জন্মদিন।
দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন! সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো? তুই কি সিউর যে আজকের তোর জন্মদিন! ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!
শুভ জন্মদিন আমার প্রিয় বান্ধবী, বিয়ের পরেতো তর কোনো খবরই নাই! জামাই পেয়ে বান্ধবীদের ভুলে গেছিস নাকি!চিন্তা করো না, তোমাকে এখনো অল্প বয়স্ক মনেহয়। তোমার মেকআপের কাছে বয়সের হার হবেই। শুভ জন্মদিন মেকআপওয়ালী।
আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন। সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন।
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। জন্মদিনের শুভেচ্ছা
সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল। আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল। শুভ জন্মদিন
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। শুভ জন্মদিন
শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে যার জন্মদিনের কথাটা ফেসবুক রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর। শুভ জন্মদিন!!
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন
শুভ হোক তোর জন্মদিন, ছেলে মেয়ে দিয়ে পূর্ণ হোক তোর সংসার, জামাই আদর পেয়ে সুখে কাটুক তোর প্রতিটি রাত।
আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার। শুভ জন্মদিন
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে। শুভ জন্মদিন
যদি আমার কোনো বোন থাকতো তাহলে তোর মতোই হতো। আমি খুব ভাগ্যবান যে তোর মতো বান্ধবী পেয়েছি। শুভ জন্মদিন বোন।
বন্ধু হয়ে আছি পাশে, থাকবো আজীবন। আমার সব আনন্দ গুলো তোমায় দিলাম, বিনিময়ে তোমার দুঃখ গুলো নিয়ে নিলাম। শুভ জন্মদিন বান্ধবী, সুখে থেকো আজীবন।
শুভ জন্মদিন দোস্ত। এবার জন্মদিনে তোকে বরফ উপহার দিবো ভাবছি। সবাই তকে হট বলে। প্রতিদিন শরীরে বরফ লাগাবি, তাহলে শরীর ঠান্ডা থাকবে, হট হবে না।
জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা। এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে? শুভ জন্মদিন!
আমি মনে করেছিলাম তোর এই জন্মদিনে তোর জন্য একটা ভাবি এনে দিবি, অনেক আশায় ছিলাম। যাই হোক পরের জন্মদিনে যেন মনে থাকে। শুভ জন্মদিন!
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক। অনেক ভালবাসা নিও
জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সাথে মজা করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় বান্ধবী। দোয়া করি যেনো পরের বছর তোর জন্মদিন আসার আগেই যেনো তোর বিয়ে হয়ে যায়। তা না হলে আমার আর প্রেম করে বিয়ে করার ইচ্ছা পূরণ হবে না। সব ছেলেগুলো তো শুধু তোর পেছনেই ঘুর ঘুর করে!
-----------------------------------
এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।