জীবন নিয়ে কিছু উক্তি ।।। life status

স্ট্যাটাস :- সফল হওয়ার কোনো মন্ত্র হইনা, সফল হতে হলে  সেই মন্ত্র আপনাকে তৈরি করে নিতে হবে।


স্ট্যাটাস :- বদলান দুই প্রকার জানেনতো ? কেও কেও নিজে নিজেই বদলে যাই আর কেও কেও সময়ের জন্য বদলে যাই। 

 

স্ট্যাটাস :- চেষ্টা করুন সেই সমস্ত লোকের থেকে দূরে থাকতে যারা আপনার সাফল্যের সময় পাশে থাকে ব্যর্থতার সময় নই। 


স্ট্যাটাস :- চেষ্টা করবেন আপনি যাদের নিয়ে  ছি ছি তারা যেমন কোনো দিন আপনাকে নিয়ে ছি ছি না করতে পারে।

 

স্ট্যাটাস :- আপনি কি সপ্ন দেখেন ? হ্যা অবশ্যই দেখেন হইতো, কিন্তুু একবার ভেবে দেখুনতো আপনি সেই সপ্ন গুলি সত্যিই করার জন্য কি করেন।

 

স্ট্যাটাস :- আপনি কি বার বার ব্যার্থ হয়ে ভেঙে পড়েছেন? মনে রাখবেন সাফল্য-ব্যর্থতা দুটোই একে অন্যের প্রতিরূপ, কখনোই একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব না। 

 

স্ট্যাটাস :- আমি এই কাজটি করছি এবং আমি এই কাজটি করবো দুটি কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে 

 

স্ট্যাটাস :- জীবনে সফল হতে হলে প্রথমে ব্যার্থ হতে শিখুন,  কারণ ব্যর্থতার পরেই সফলতা আসে। 

জীবন নিয়ে কিছু উক্তি।।। life status

স্ট্যাটাস :- আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, সফলতার প্রথম ধাপটি অন্যান্য ধাপের থেকে কঠিন ও কষ্ট দায়ক একটু কষ্ট ওই প্রথম ধাপটি পার করুন, বাকি ধাপ গুলি অত্যন্ত ছোটো।

 

স্ট্যাটাস :- আপনার জিবনে অনেক কিছু আসবে এবং যাবে  এটা স্বাভাবিক, তাই এই আশা যাওয়া গুলি ব্যাস্ত হওয়ার কিছু নেই।

 

স্ট্যাটাস :- জিবন একটি প্রতিযোগিতা যেখানে যে কেও জিততে পারে শুধুমাত্র একটি পরিশ্রম ও বুধির জোরে।

 

স্ট্যাটাস :- ! প্র্যাকটিস ! এটি হলো যেকোনো কাজে দক্ষতা লাভ করার চাবি কাঠি।

 

স্ট্যাটাস :- সমাজের সাথে বসবাস করতে অসুবিধা হচ্ছে ? তাহলে সমাজকে গালমন্দ না করে একলা থাকার অভ্যাস করুন।

   

স্ট্যাটাস :- টাকা ও শিক্ষা দুটির মধ্যে তালমেল প্রয়োজন কারণ শিক্ষার অর্জন করার জন্য টাকা লাগে, আর টাকা উপার্জনের জন্য শিক্ষা লাগে।


স্ট্যাটাস :- অসৎ লোকের কাছে ভগবান শ্রী কৃষ্ণ ও অসৎ, কারণ সে সকলকে নিজের মতো করে দেখে।


স্ট্যাটাস :- যে কোনো দিন সন্মান পায়না সে জানেনা কিভাবে কাওকে সন্মান দিতে হয়, আর সন্মান পেতে হলে সন্মান দিতে হয়।


স্ট্যাটাস :- সফল হওয়ার জন্য অন্নকারোর ওপর না নিজের ওপর নির্ভরশীল হতে শিখুন।


স্ট্যাটাস :- আপনিও যদি শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠতে চান তাহলে জীবনের পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্তিত হন।


স্ট্যাটাস :- প্রতিটি কাজই শূন্য থেকে শুরু হই এবং নানান বাধা, বিপত্তি ও ধাপ পেরিয়ে তা পরিপূর্ণ হয়।

 

স্ট্যাটাস :- জিবনে যখন কোনো সমস্যা আসে তখন সেই সমস্যার সমাধানও ওই সমস্যা নিজের সাথে বোয়ে নিয়ে আসে, সমস্যা নিয়ে চিন্তা না করে ওই সমাধান টিকে খুঁজে বের করুন।


স্ট্যাটাস :- মরার পর সবই ইতিহাস হলে যাই তাই অন্যের চেয়ে আলাদা হতে হলে আপনাকে ইতিহাস হতে নই ইতিহাস গড়তে হবে।


স্ট্যাটাস :- সব কাজ পরিশ্রমীকের জন্য নই কিছু কাজ নিজের ও নিজের পরিবারের জন্যও করুন।


স্ট্যাটাস :- আপনি কি ভাবেন আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি? তাহলে ভেবে দেখুন আপনি কোনোদিন ! আমি ভালো আছি ! এই কথাটি বলেছেন নাকি।


স্ট্যাটাস :- কোনো পাপ গোপনে করে কেও কোনোদিন বেঁচে যাই না তার শাস্তি সে একদিন প্রকাশ্যে পাই।

 

স্ট্যাটাস :- আপনি কি নিজের জিবনে বিরক্ত হচ্ছেন ? তাহলে একদিন অন্য কারো জিবনে উকিমেরে দেখুন, দেখবেন আর আপনার জিবনটা আপনার খারাপ লাগবেনা।

 

স্ট্যাটাস :- আমরা প্রত্যেকেই আমাদের জিবনে কিছু না কিছু ভুল করে থাকি, তাই অন্যের ছোটো খাটো ভুল নিয়ে সমালোচনা না করাই ভালো।

 

স্ট্যাটাস :- আপনি কি জিবনে এগিয়ে যেতে বা সফল হতে চান ? তাহলে পুরনো কথা ভুলতে শিখুন।

 

স্ট্যাটাস :- ! মায়া ! এটি এমন একটি জিনিস যা মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে আবার সেখান থেকে টেনে মাটিতেও মিশিয়ে দিতে পারে।

-----------------------------------

এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

Technology

Recent Post