20+ Best Sad Sms & Status In Bengali ( বাংলা কষ্টের স্ট্যাটাস)

আমাদের বিচিত্র জীবনে কখনও হাসি ও আনন্দের মধ্যে দিয়ে পাড় করি ,আসলে জীবন  এমনটাই দুঃখের পর সুখ আসে। আর আমরা আমাদের দুঃখ গুলাই এখন স্ট্যাটাস এর মাধ্যমে তুলে ধরব। 

Sad Sms


Best Bangla Sad Status (কষ্টের স্ট্যাটাস)

 

স্ট্যাটাস :- কষ্ট ! তখনিই খুব বেশি হয় , যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে !!

 

স্ট্যাটাস :- যে তোমার খুশির জন্য হার মেনে নেয় ! তার কাছে তুমি কখনই জিততে পারবে না !!

 

স্ট্যাটাস :- যার মনে মায়া বেশি , তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি !!

 

স্ট্যাটাস :- ভালোবাসি বলেই তোর সাথে  একদিন কথা না বললে পাগলের মতো হয়ে যায়। সত্যি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। 

 

স্ট্যাটাস :- বৃষ্টি রে তুই আসবি কবে...?  আমায় একটু বল...! তোর জন্য রেখেছিধরে আমার চোখের জল...!কাঁদবো আমি তখন,, তুই আসবি যখন...!  খুঁজবে না কেউ আর আমার কান্নার কারন...!!

 

স্ট্যাটাস :- ভালোবাসি তাই , হারানোর ভয় পাই ! ভালোবাসি তাই, আগলে রাখতে চাই ! ভালোবাসি তাই , তোকে পশে চাই !!!

 

স্ট্যাটাস :- যে সত্যি তোমাকে ভালোবাসবে যে কখনই তোমাকে ভুলে থাকতে পারবে না।  হয়তো অভিমান করে কথা বলবে না।  তবুও সে সারাক্ষন তোমাকেই মিস করবে। 

 

স্ট্যাটাস :- আমি চাই তুমি সব সময়  ভালো থেকো কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি !!!!!!!!!

 

স্ট্যাটাস :- মানুষ হারিয়ে গেল খুঁজে পাওয়া যায়। কিন্তু বদলে গেলে আর আগের মতো করে পাওয়া যায় না।

 

স্ট্যাটাস :- সুন্দর করে গুছিয়ে মিথ্যাকথা বলা মানুষ গুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপরে সত্যি কথা বলে দেওয়া মানুষ গুলা !!!

 

স্ট্যাটাস :- মানুষ তার জীবনের ভুল গুলো তখনি বুজতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে !!

 

স্ট্যাটাস :- আমি দাড়াবনা আর কখনো তোমার পথ আগলে,আমি চলে গেছি তোমার থেকে অনেক দূরে, তুমি আর জানতে চেওনা আমি কেমন আছি, দূর থেকে শুধু বলে যাব আজো তোমায়  ভালোবাসি

 

স্ট্যাটাস :- আমি  মিথ্যা বলি না এটার থেকে বড়ো মিথ্যা আর হতে পারে না !!!

 

স্ট্যাটাস :- "মানুষ তখন কাঁদে,যখনমনের সাথে যুদ্ধ করেহেরে যায়। আপন পরহয়,স্বপ্ন ভেঙ্গেযায়, তখন বুকের চাপাকষ্ট গুলি চোখ্দিয়ে অস্রুহয়ে জ্বরে~~~~

 

স্ট্যাটাস :- ভালবাসা হলো এমন একটি মায়া তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে, যত ভূলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে

 

স্ট্যাটাস :- “হৃদয়ের মাঝে আমি ছবি তোমার এঁকেছিলাম, ইন্দ্রধনুর সাতটি রঙে স্বপ্ন রঙিন করেছিলাম,  ফাগুনেরি আকাশেতে প্রেমের তরী ভাসিয়েছিলাম,  অল্পকিছু গল্পনিয়ে স্বপ্ন আমি দেখেছিলাম”

 

স্ট্যাটাস :- “কথা দিয়েছিলে আমায় ভাঙ্গবেনা মন, কতো সহজেই তুমি ছিড়লে বাঁধন, আশা ছিল তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর, হলনা সেই ঘর বাঁধা হলাম আমি আজ পর”

 

স্ট্যাটাস :- “বেসতো আমি ছিলাম একা কেনো তুমি এলে, জীবন আমার সুখের জলে শুধু ভরিয়ে গেলে, চেয়েছিলে ভালোবাসা দিলাম তা উজাড় করে, এখন শুধু বেঁচে থাকা স্মৃতির বোঝা ভর করে”

-----------------------------------

এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

Technology

Recent Post