পরিবার নিয়ে সেরা স্ট্যাটাস। পারিবারিক স্ট্যাটাস

পরিবার যা জীবনের সেরা একটি অংশ যেখানে পিতা,মাতা,ভাই,বোনসহ আরো অনেকজনকে নিয়ে গড়ে উঠে।পরিবারে সুখ যেমন বিরাজ করে ঠিক তেমনি কখনো কখনো দুঃখও আসে। তখন পরিবারের সদস্যরা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে। কিন্তু তাদের মধ্যে এমন কিছু সদস্য থাকে যারা তাদেরকে আবার আশ্বাস দিয়ে সেই বিপদ মোকাবেলা করে থাকেন। নিচে পরিবার নিয়ে সেরা কিছু কষ্টের স্ট্যাটাস দেওয়া হল যেগুলো দেখলে আপনারা অনুপ্রাণিত হবেন। 

পরিবার নিয়ে সেরা স্ট্যাটাস


১. পৃথিবীর আসল রূপ কেমন হয় সেটা শুধু একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই বলতে পারে। 


২. আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই আমাকে দোকানের ভালো জিনিসটা দেখেও, না দেখার ভান করে এড়িয়ে যেতে হয়। 


৩. যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয় তাদের দেখবেন পকেট ভর্তি টাকা থাকে না, তাদের থাকে শুধু মাথাভর্তি টেনশন। 


৪. শক্তপোক্ত ভাবে বেঁচে থাকার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটা জোগায় পরিবার।


৫. পরিবার মানে হচ্ছে একে অপরের পাশে থাকা এবং একে অপরের বিপদে হাতে হাত রেখে মোকাবেলা করা। 


৬. যে ব্যক্তি তার পরিবারকে ভালোবাসে তার জীবন অবশ্যই সুন্দর হয়।


৭. ঘর যদি আমাদের শরীর হয় তাহলে পরিবার হচ্ছে তার হৃদয়।


৮. যেখানে পরিবার রয়েছে সেখানে অবশ্যই ভালোবাসা থাকবে। 


৯. আপনি যখন বিপদে পড়বেন তখন একমাত্র পরিবারের লোক আপনাকে রক্ষা করতে এগিয়ে আসবে। 


১০. মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানে হাজারো স্বপ্ন টাকার কাছে হেরে যায় । 


১১. পৃথিবীতে আপন বলতে আপনি কাউকে পাবেন না শুধুমাত্র পরিবারের লোকজনকে ছাড়া। 


১২. পরিবার হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বন্ধন যা কখনো ছাড়িবার নয়।


১৩. যে ব্যক্তি পরিবার থেকে বিচ্ছেদ হয়ে গেল সে ব্যক্তি জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলল।


১৪. যারা পরিবার ছাড়ে তারা জীবনে কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না বরং শূন্যতে পরিণত হয়।


১৫. পরিবার হচ্ছে প্রকৃতির দেওয়া সেরা একটি শিল্পকর্ম।


১৬. পৃথিবীর সকল বন্ধন এর চেয়ে পরিবারের বন্ধন হচ্ছে সবথেকে বড়।


১৭. আপনি যদি কোনো ভালোবাসাকে গুরুত্ব দিতে চান তাহলে পরিবারের ভালোবাসাকে গুরুত্ব দিন এই ভালোবাসার কাছে আপনি কোনদিন ঠকবেন না।


১৮. অনেকেই রয়েছে যারা ভাগ্যের সন্ধানে বাসা থেকে বেরিয়ে যান তখন যদি কারো ভাগ্য খুলে যায় তাহলে অবশ্যই নিজের পরিবারের লোকজনের কাছে ফিরে আসতে হবে।


১৯. আপনাকে যদি আসল সুখ-শান্তি খুঁজতে হয় তাহলে অবশ্যই একটি ইসলামিক পরিবার গড়তে হবে।


২০. আমরা মধ্যবিত্ত এবং আমরা স্টিলের গ্লাসের নিজেরা জল খায় আর কাচের জগ গ্লাস রয়েছে সেটা তুলে রাখি আত্মীয়স্বজনদের খাওয়াবো বলে।


২১. আমরা যাই করি না কেন হাজারো ব্যস্ততার মধ্যে থাকলেও যেন দিনের কোন এক সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখি এটাই নিয়ম।


২২. আমরা বড় হতে হতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমাদের তখন মনে হয় না যে আমাদের বাবা-মা বৃদ্ধ হচ্ছে তাদেরকে সময় দেওয়া দরকার। 


২৩. পরিবারকে ভালবাসতে শিখুন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনার জীবনে কোন সময় কোন বিপদ আসবে না। 


২৪. যে ব্যক্তি পরিবারকে ভালোবাসে না সে কারো কাছে ভালো হতে পারে না কেননা পরিবারকে যে ভালোবাসে সেই হচ্ছে আসল মানুষ। 


২৫. এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে নিজের বাবা যে সন্তান ছাত্র জীবনের প্রতিটি দিন তার বাবার সাথে বসে রাতের খাবার খাবে সে কখনো আদর্শ থেকে বিচ্যুত হবে না। 


২৬. সাধারণত একসাথে কখনোই কাউকে বা অনেককে সুখী করা সম্ভব নয়। কাউকে না কাউকে অসন্তুষ্ট হতেই হবে। আর এতে মনে হয় গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়।


২৭. যার পরিবারে মা বেঁচে আছে সে কখনো গরিব হয় না । 


২৮. পরিবারের যত সদস্য রয়েছে তার মধ্যে বাবা এবং মা হচ্ছে সবথেকে বেশি মূল্যবান।


২৯. সকলে সকলের বিপদে পাশে দাঁড়াবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটাই হচ্ছে পরিবারের মূল শর্ত।


৩০. পৃথিবীতে এমন কিছু আবিষ্কার হয়নি যা আপনাকে পরিবারের চেয়ে বেশি পাগল করে তোলে। 


৩১. জীবনের সকল কিছু আপনি ভুলে যাবেন কিন্তু পরিবারের সাথে কাটানো সময় গুলো আপনার ঠিকই মনে থাকবে।


৩২. তোমার বাইরের জগতে তোমার সাথে যাই হোক না কেন তার আচ কখনোই পরিবারের উপর পড়তে দিওনা।হতে পারে তোমার সবকিছুই তোমার পরিবারের জন্য কিন্তু পরিবারের কাছে হতে পারে তুমি তাদের জগত।


৩৩. জীবনের যদি তুমি বড় হতে চাও তাহলে কখনো মা-বাবাকে কষ্ট দিও না। কেননা মা-বাবার থেকে ভালো তোমার কেউ চাইবেনা।


৩৪. যখন সারা পৃথিবী তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে তখনও কয়েকজন থাকবে যারা তোমার পক্ষে। তোমার বিপদে তারা তোমাকে সাহায্য জুগিয়ে থাকবে আর তারাই হচ্ছে তোমার পরিবারের সদস্য।


৩৫. সারাদিনের প্রচুর পরিশ্রমের পর বাড়ি এসে মার হাতের রান্না খাওয়া এর উপরে শান্তি আর কিছু হতে পারে না।


৩৬. জীবনে কখনো দু’জনকে ভুলে যাবে না যে নিজে সব কিছু হারিয়েছে । তোমাকে জেতানোর জন্য তোমার বাবা আর যে সকল সময় তোমার দুঃখে তোমার পাশে ছিল সেটা হল তোমার মা। 


৩৭. কোন পরিবারই নিখুঁত হতে পারে না, সব পরিবারেই তর্ক ঝগড়া এবং নানা ধরনের সমস্যা রয়েছে আর এগুলো সাথেই আমাদের মানিয়ে নিতে হবে। 


৩৮. একটি সুখী পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের পরিপূরক হয়। আরো সুখী পরিবারের সদস্যগণ পরস্পরকে কখনো মূল্য দিতে জানে না। 


৩৯. পরিবার এবং বন্ধুরা হচ্ছে আমাদের জীবনের গুপ্তধন তাই তাদেরকে সন্ধান করুন এবং তাদের ধন উপভোগ করুন । 


৪০. পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবার এবং নিজের ভালোবাসা।


৪১. যার পরিবার আছে তার কাছে সব আছে। তাই কখনোই পরিবার ছেড়ে যাওয়া উচিত নয়।


৪২. পরিবার হলো দিকনির্দেশক যা সাধারণত আপনাকে পরিচালিত করে থাকে। এটা হচ্ছে দুর্দান্ত উচ্চতায় পৌঁছানোর অনুপ্রেরণা এবং এটি আমাদের সান্তনা দেয় যখন আমরা মাঝে মাঝে ব্যর্থ হই।


৪৩. পরিবারের সাথে কাটানো স্মৃতি গুলোই আমার জীবনের সবচেয়ে মূল্যবান।


৪৪. আমার অবশ্যই একটি শক্তিশালী পরিবার দরকার কেননা শেষদিকে তারা আমাকে ভালোবাসবে এবং আমাকে সমর্থন করবে।


আশা করি আজকের আর্টিকেলটি যারা পড়েছেন তারা পরিবারের সেরা স্ট্যাটাস এবং পরিবার সম্পর্কে কিছু কথা জানতে পেরেছেন। এই সকল স্ট্যাটাসগুলো আপনারা চাইলে নিজেদের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন। 

-----------------------------------

এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

Technology

Recent Post