পৃথিবীতে যার টাকা আছে তার সব কিছু আছে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সকল স্থানে সম্মান পাবেন এবং আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। টাকার মূল্য যে পৃথিবীতে কতটা তা আমরা সকলেই জানি। টাকা ছাড়া আপনারা বর্তমান পৃথিবীতে কিছুই পাবেন না। তাই আজকের এই পোস্টে আমি আপনাদেরকে টাকা নিয়ে উক্তি সম্পর্কে বলবো। যারা টাকা নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করতে চান তারা অবশ্যই আজকের এই পোস্টটি থেকে করতে পারেন।
টাকা নিয়ে উক্তি
১. যদি কেউ খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তাহলে সেই সময় থেকে বাহির করার অন্যতম উপায় হতে পারে টাকা।
২. যারা অতিরিক্ত টাকা জমাই তারা অবশ্যই সেটা অবৈধভাবে জমিয়ে থাকে।
৩. টাকা এই দুনিয়ায় শত্রুকেও আপন বানাতে পারে।
৪. আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি গার্লফ্রেন্ডের কাছে ভাল হবেন, বন্ধুবান্ধবের কাছে ভাল হবে এবং সমাজের অন্যান্য লোকের কাছেও ভালো হবেন।
৫. টাকায় পারে মানুষকে সম্মান দিতে, এক টাকায় পারে মানুষের কাছ থেকে সম্মান কেড়ে নিতে।
৬. আমাদের পৃথিবীতে টাকার পয়সার মূল্য যে কতটা যখন টাকা না থাকে তখন অনেকেই বুঝতে পারে।
৭. টাকা-পয়সা জীবনের পরিপূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য সাহায্য করে থাকে।
৮. আপনার কাছে যখন টাকা থাকবে তখন সবাই আপনার আশপাশে আসতে শুরু করবে এবং আপনার কোন গান গাওয়া শুরু করবেন।
৯. টাকায় পারে সকল ধরনের অসম্ভবকে সম্ভব করে দিতে।
১০. যখন টাকা থাকে না তখন খুব কাছের লোকটাও অনেক দূরে চলে যায়।
১১. আমার কাছে যখন টাকা ছিল তখন সবকিছুই ছিল এখন টাকা নেই আর কিছুই নেই।
১২. টাকা পারে আপনার থেকে অনেক দূরে থাকা লোকটি কেউ আপন বানিয়ে দিতে।
১৩. টাকার অভাব যারা প্রত্যক্ষ করতে পারে না তারা পাগল ছাড়া আর কিছু নয়।
১৪. পৃথিবীতে বেঁচে থাকার এবং জীবনধারণের জন্য অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে।
১৫. টাকা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন কিন্তু যদি মনে করেন যে টাকা দিয়ে সুখ কিনবেন তাহলে ভুল করবেন।
১৬. টাকা যেমন অনেকের জীবন বদলে দিতে পারে তেমনি অনেকের জীবন নষ্ট করে দিতে পারে।
১৭. যারা বেশি টাকা টাকা করে থাকে তাদের কাছে কোন সময় টাকা ধরা দেয় না।
১৮. পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতিটি ক্ষেত্রে টাকার প্রয়োজন রয়েছে।
১৯. আমার মনের সারা জীবন একটি কষ্ট থাকবে সেটি হচ্ছে আমার যখন টাকা ছিল তখন আমার পাশে সবাই ছিল কিন্তু এখন টাকা নেই আর কেউ নেই।
২০. আপনি যদি কখনো অর্থের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে দেখবেন অভাব-অনটন আপনাকে সকল সময় নিয়ন্ত্রনে রেখেছে।
২১. আমাদের কখনো টাকার অভাব হয় না আমাদের অভাব হয় সেই সকল মানুষগুলোর যাদের বড় স্বপ্ন রয়েছে, যারা সাধারণত এই স্বপ্ন গুলোর জন্য মরে যেতেও রাজি।
২২. টাকা থাকলে আপনি ধীরে ধীরে সবার কাছে জনপ্রিয় হতে শুরু করবেন।
-----------------------------------
এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।