স্ট্যাটাস :- ঠকেছি অনেক, কিন্তু আজও ঠকাতে শিখি না কেউ কে "
স্ট্যাটাস :- দেখ ভাই!!! বাথরুমে হয়ে FB চালানোর মতো মজা আর কোনোখানেই নাই...
স্ট্যাটাস :- মেয়েদের পেছনে ছুটতে নেই। মেয়েরা প্রজাপতির মত। ধরতে গেলে ধরা দেয়না কিন্তু, চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।।😀😀"
স্ট্যাটাস :- ভেঙে মোর ঘরের তালা, কেউ আমারে নিয়ে পালা...
স্ট্যাটাস :- আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। উপরের লাইনটা যে মেয়ে পড়েছে সে আমার বউ।
স্ট্যাটাস :- " ভাবছো ভুলে গেছি ? না, আমি তো শুধু তোমাকে Disturd করা ছেড়ে দিচ্ছি ''
স্ট্যাটাস :- " বউ
বউ ডাক পারি, বউ তুমি কেন বাপের বাড়ি??? আয়রে বউ ঘরে আয়, তোমার জামাই রে মশায় খায়।"
স্ট্যাটাস :- আজ গরীব বলে কাপে চা খাই, বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম
স্ট্যাটাস :- না আছে কোনো Crush, না আছে ভালোবাসা। Arrange Marriage-ই এই গরিবের একমাত্র ভরসা!!
স্ট্যাটাস :- মানুষ অন্যের দোষ দেখতে পেলে ,বিচারপতি হয়ে যায় ..আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যাই।
স্ট্যাটাস :- তারপর বলো সুন্দরীরা কোন সময় থালাবাসন ধুতে ভালো লাগে???
স্ট্যাটাস :- পৃথিবীতে প্রকৃত সুখী মেয়েরাই। কারণ তাদের কোনো বউ নেই...!!!
স্ট্যাটাস :- আমি বাংলা সিনেমার নায়ক না বলে... কেউ বলে না যে,আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম বাবা।
স্ট্যাটাস :- Dear ভালোবাসা কোথায় তুমি ? খুঁজে পাচ্ছি না যে .....
স্ট্যাটাস :- সবার নাকি তুমি চাই। আমার একটা আপনি চাই, সিনিয়র হলে সমস্যা নেই।
স্ট্যাটাস :- ধন সম্পদ নিয়ে বড়াই করো না, কাল আমার ৫ জিবি ছিলো। আজকে আমি ফ্রি চালাই
স্ট্যাটাস :- অজুহাত বেড়ে গেলে ,হাত ছেড়ে দেওয়া আয়জন বেড়ে যায়। ..
স্ট্যাটাস :- মানুষ কি সুন্দর করে ফনে ফিস ফিস ,করে কথা বলে আর, আমি বললেই দোষ
স্ট্যাটাস :- মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, টিপলে গরম হবেই।
স্ট্যাটাস :- আত্মায় নয়, রক্তেও নয়, বেশিরভাগ সম্পক,গুলো টিকে থাকে টাকায়
স্ট্যাটাস :- বুঝিনা বাপু এত খেলনা,থাকতে মেয়েরা কেন , ছেলেদের মন নিয়ে,খেলতে পছন্দ করে
স্ট্যাটাস :- একটা বোবা Gf লাগব, আমি বেশি কথা বলব বাট উত্তর , দিতে পারবে নাহ আমাকে শুধুই ভালবাসবে
স্ট্যাটাস :- চিকিৎসা পদ্ধতির উন্নতি হয়ে লাভ কি যদি ভাল্লাগেনা রোগের Medicine ই না থাকে।
স্ট্যাটাস :- দামি মেকাপ করে,, ফর্সা হইবা,, আর বিয়ের পর বাচ্চা কালো হলে বলবা। বাপের মতো হইছে,,। ইয়ার্কি পাইছো?
স্ট্যাটাস :- দোষ হলো পাছার মতো। নিজেরটা ছাড়া অন্যের সবারটা দেখা যায়।
স্ট্যাটাস :- পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। যার বিছানার পাশে চার্জিং পয়েন্ট আছে।
স্ট্যাটাস :- নিজেকে সিংগেল প্রমাণ করার জন্য, একজন ভাল Lawyer দরকার ।
স্ট্যাটাস :- কিছু ভুল সম্পর্কের জন্য , আর কিছু ধোকাবাজ দেড় জন্য আর 'ভালোবাসা ' শব্দটি অনেকের কাছে অপছন্দ
স্ট্যাটাস :- খুব শীত- শীত লাগতাছে। কেউ একটু প্রেমের আগুন লাগিয়ে দিয়ে যাও।
স্ট্যাটাস :- বিশ্বাস তো সেইদিন উঠে গেছে। যেদিন পরীক্ষায় নকল করার পরও ফেল করছি।
স্ট্যাটাস :- তিন বছর আগে বাবু ডাকা মেয়েটি ,আজকে তার বাচ্চার মামা বানিয়ে দিলো। বেইমান শালি তুই একটা বেইমান।
স্ট্যাটাস :- বিয়ে হয়ে গেছে তোর? হ্যাঁ। কাকিমা : ছেলে কী করে। আপনার সাথে কাকু যা করে😃😃😂।
স্ট্যাটাস :- দুই পরিবারের কে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সসার্থকতা 💓
স্ট্যাটাস :- আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন। কারণ আমি সবার মত আলগা পিরিত পারি না।
স্ট্যাটাস :- কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে। কাতুকুতু দিয়ে হাসানো অনেক ভালো।
স্ট্যাটাস :- সব মেয়েরা প্রেম নিয়া নাটক করে না। কিছু -কিছু মেয়েরা শর্ট ফিল্ম ও করে।
স্ট্যাটাস :- ভালোবাসলেই💓 কি ? তাকে পেতে হবে ! থাকুক না কিছু ভালোবাসা অপূণ্যতা ..
স্ট্যাটাস :- চশমা পড়া মেয়ে গুলোই। প্রকৃত ভদ্র। যেমন ধরেন মিয়া খলিফা😃।
স্ট্যাটাস :- আমাকে দেখে যতোটা ভদ্র মনে হয়👲। তার থেকে আমি অনেক বেশি ভদ্র।
স্ট্যাটাস :- রাগ করাটা বউদের অধিকার । লাথি মাইরা সোজা করা। স্বামীর দায়িত্ব।
স্ট্যাটাস :- ভাগ্যবান তো তারাই , যারা ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর সুযোগ পাই !!
স্ট্যাটাস :- আমি সারাদিন শুয়ে- শুয়ে ভাবি। অলস মানুষগুলো কিভাবে। সারাদিন বসে- বসে সময় নষ্ট করে।
স্ট্যাটাস :- যার সঙ্গে কথা বলতে আপনার মন সব সময় ছটপট করে , সেই মানুষটাই অপমার ব্যাস্ততার অজুহাত দেখাই।
স্ট্যাটাস :- একটা মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যাই ,ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে নাবরং বাড়ে !
স্ট্যাটাস :- মেয়েরা তাকেই বাসি ভালোবাসে যে তাকে কষ্ট দেয় , ছেলেরা তাকেই বেশি কষ্ট দেয়াই যে তাকে ভালোবাসে ...!
স্ট্যাটাস :- উপেক্ষাই রইলাম সেই দিনটার সেদিন তুমি নিজে বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই। .!
-----------------------------------
এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।