স্ট্যাটাস :- নিজের শিক্ষা, স্বভাব, মানসিকতা এমনভাবে তৈরি করাে, যাতে রাত ৯ টায় একটা মেয়ে তােমাকে দেখে ভয় নয়, ভরসা পায়।
স্ট্যাটাস :- একা বাঁচতে প্রিয়,শেখাে দেখবে কষ্ট
কমে গেছে। মুখােশধারী ভদ্র হওয়ার চেয়ে, স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালাে।।
স্ট্যাটাস :- ভাগ্যের উপর আমরা তখনই দোষ দেই, যখন বিশ্বাস টা উঠে যায় নিজের উপর থেকে আর ভাগ্যের উপর বেশি থাকে।
স্ট্যাটাস :- জীবন টা যদি সিনেমার মতাে হতাে, তাহলে হয়তাে সবার ভালােবাসার গল্প টাই পূর্ণতা পেত।।
স্ট্যাটাস :- এই পৃথিবীতে সবাই তােমাকে তখনই গুরুত্ব দেবে, যখন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
স্ট্যাটাস :- জীবনে মানসিক ভাবে বড়াে হতে গেলে
একবার না একবার ঠকতেই হয়।।
স্ট্যাটাস :- কখনাে কখনাে গুরুত্ব বােঝানাের জন্য
দূরত্ব এর প্রয়ােজন হয়।।
স্ট্যাটাস :- যতদিন তুমি সবার জন্য করতে পারবে,
ততদিন তুমি সবার কাছে ভালাে। ঠিক যেদিন থেকে তুমি কারাে জন্য কিছু করতে পারবে না সেদিন থেকেই তুমি
খারাপ। হ্যাঁ এটাই বাস্তব, এখানে সবাই স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ
কাউকে চেনে না।।
স্ট্যাটাস :- জিবন হলো মোবাইলের
মত জার জিবনে যে software ইনস্টল হয়ে আসে তাকে সেই software নিয়ে বেঁচে থাকতে হয়।
স্ট্যাটাস :- নিজেকে কখনো ছোট
ভেবোনা, যদি একটি পিপরে নিজেকে ছোট ভাবত তাহলে তার থেকে আকারে বড়ো খাবারকে নিজের বাসায়
বয়ে নিয়ে যেতে পারতনা।
স্ট্যাটাস :- হতে হলে একটি সুন্দর
ঘাসফরিং এর মত নয় একটি পরিশ্রমী পিপীলিকার মত হও যাতে ভবিষ্যতে কারো কাছে হাত না পাততে
হয়।
স্ট্যাটাস :- ঝুঁকে পড়ে কোনো
কাজ অন্যের আগে শুরু না করে কয়েকদিন ভেবে শুরু করুন যাতে সেই কাজটা ভেঙে আবার নতুন
করে শুরু না করতে হয়।
স্ট্যাটাস :- আমরা আমাদের জিবনে
একটি মিথ্যা কথা সবথেকে বেশি বলি আর সেটা হলো ! ভালো আছি !
স্ট্যাটাস :- জীবনের একটি সময় সকলেই বদলে যায়, কেও সফল হয় আবার কেও ব্যার্থ হয় যেটা depend করে বদলানোর ধরনের ওপর।
স্ট্যাটাস :- গরীব মানুষের কি বা দিন কি রাত, তবুও তোমার অপেক্ষায় বাড়িয়ে আছি হাত।
স্ট্যাটাস :- এই ভেবে লাভনেই যে জিবনে কি পেলাম এটা ভাবুন যে আপনি কি করেননি জার জন্য কিছু পাননি।
স্ট্যাটাস :- যদি তোমাকে কেও অপমান
করে তাহলে সে তোমাকে কোনো খারাপ কথা বলেনি তোমাকে বদলানোর একটা সুযোগ খুঁজে দিয়েছে
যেটা তোমার কাজে লাগানো উচিত।
স্ট্যাটাস :- সুযোগ কখনো নিজে
থেকে কারো কাছে আসেনা তাকে নিজের কাছে নিয়ে আসতে হয়।
স্ট্যাটাস :- দাড়িয়ে না থেকে
জিবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নাহলে পেছনের জন আপনাকে মাড়িয়ে চলে যাবে।
স্ট্যাটাস :- জিবনে কয়েকবার অসৎ
লোকের কাছে ঠকা ভালো না হলে সবার কাছেই বার বার ঠকতে হবে।
স্ট্যাটাস :- আপনি কত বার ব্যার্থ
হয়েছেন তা ভেবে লাভ নেই আপনি কেনো অত বার হারলেন তার কারণগুলি ভাবার চেষ্টা করুন।
স্ট্যাটাস :- যদি আপনি আপনার ভবিষ্যৎ
বদলাতে চান তাহলে আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করুন।
স্ট্যাটাস :- সফল হতে হলে প্রথমে
একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন ও তারপর এদিক ওদিক না চেয়ে সোজা ওই লক্ষের দিকে এগিয়ে
চলুন।
স্ট্যাটাস :- আপনি যেটা ভালোবাসেন সেটি করুন ও যেটা করবেন সেটাকে ভালোবাসুন।
-----------------------------------
এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।