মজার ধাঁধা ও উত্তর।গুগলি ধাঁধা। বাংলা ধাঁধা। মজার সব ধাঁধা

আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার মাঝে রাস্তায় পথে বা ছোট বাচ্চাদের সামনে বিভিন্ন ধাঁধার সম্মুখীন হতে হয়। এবং তা সমাধান করতে হয়। এজন্য যদি আমাদের বেশ কিছু ধাঁধার উত্তর জানা থাকে তাহলে আমরা সহজে ধাঁধা গুলোর উত্তর দিতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আজকের সকল ধাঁধা গুলোর উত্তর।

মজার ধাঁধা ও উত্তর

ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।

উত্তর : বক

ডিমের কুসুম সাদা নাকি ডিমটার কুসুম সাদা

উত্তর : ডিমের কুসুম হলুদ

কোন সেই জিনিস পেছনে জ্বলে যার আলো।

উত্তর : জোনাকি পোকা।

কোন গাছে ২ টা পাতা ?

উত্তর : চারা গাছ

দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলা জাগে, ঘর নেই বাড়ি নেই আাকাশে থাকে ?

উত্তর : চাঁদ

তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয় মাপকাটি?

উত্তর : কাগজ

কোন প্রানী তার মায়ের পেটে ২ বছর থাকে ?

উত্তর : হাতি

কাগজে আছে কলমে নেই ?

উত্তর : ক

বছরে কোন জিনিস এক বার কিনি ?

উত্তর : ক্যালেন্ডার

কোন জিনিস রাতে করি, দিনে করি না।

উত্তর : ডিনার

চৌদ্দপুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি ?

উত্তর : চাঁদ-সূর্য।

দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।

উত্তর : পান।

কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?

উত্তর : জিরাফ।

কোন তরকারীতে লবন লাগে না ?

উত্তর : নোনা ইলিশ

কোন জিনিস বউ এর ২ টা জামাই এর ৩ টা

উত্তর : অক্ষর

-----------------------------------

এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও মজার মজার ধাঁধাঁ পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

Technology

Recent Post