আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার মাঝে রাস্তায় পথে বা ছোট বাচ্চাদের সামনে বিভিন্ন ধাঁধার সম্মুখীন হতে হয়। এবং তা সমাধান করতে হয়। এজন্য যদি আমাদের বেশ কিছু ধাঁধার উত্তর জানা থাকে তাহলে আমরা সহজে ধাঁধা গুলোর উত্তর দিতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আজকের সকল ধাঁধা গুলোর উত্তর।
ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।
উত্তর : বক
ডিমের কুসুম সাদা নাকি ডিমটার কুসুম সাদা
উত্তর : ডিমের কুসুম হলুদ
কোন সেই জিনিস পেছনে জ্বলে যার আলো।
উত্তর : জোনাকি পোকা।
কোন গাছে ২ টা পাতা ?
উত্তর : চারা গাছ
দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলা জাগে, ঘর নেই বাড়ি নেই আাকাশে থাকে ?
উত্তর : চাঁদ
তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয় মাপকাটি?
উত্তর : কাগজ
কোন প্রানী তার মায়ের পেটে ২ বছর থাকে ?
উত্তর : হাতি
কাগজে আছে কলমে নেই ?
উত্তর : ক
বছরে কোন জিনিস এক বার কিনি ?
উত্তর : ক্যালেন্ডার
কোন জিনিস রাতে করি, দিনে করি না।
উত্তর : ডিনার
কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?
উত্তর : জিরাফ।
কোন তরকারীতে লবন লাগে না ?
উত্তর : নোনা ইলিশ
কোন জিনিস বউ এর ২ টা জামাই এর ৩ টা
উত্তর : অক্ষর
-----------------------------------
এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও মজার মজার ধাঁধাঁ পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।