অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস। বিডি স্ট্যাটাস প্রো।

মানুষ মানুষকে অবহেলা করে থাকে। কিন্তু কখনোই কাউকে অবহেলা করা ঠিক নয়। অবহেলা করে কাউকে ছোট করা চরম একটি পাপ কাজ। অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস রয়েছে যা অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকেন বা খুঁজে থাকেন। আজকের এই পোষ্টে অবহেলা নিয়ে কষ্টের সেরা কিছু স্ট্যাটাস থাকছে। যে স্ট্যাটাসগুলো আপনারা চাইলে নিজেদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করতে পারেন।

অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস

অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস


১. কাউকে যদি তুমি অবহেলা করো তাহলে তুমি নিজের ক্ষতি নিজেই করছো।


২. যারা মানুষ হয়ে মানুষকে অবহেলা করে তাদের চেয়ে নিকৃষ্ট আর কেউ নেই।

৩. যখন আপনাকে কেউ অবহেলা করবে তখন আপনার একটি কাজই করা উচিত সেটা হচ্ছে বুক ফুলিয়ে চলা।


৪. যে তোমার সবসময় খেয়াল রাখে এবং তোমাকে ভালোবাসে তাকে কোন সময় অবহেলা করবে না। 


৫. যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় আর যারা শক্তিশালী তারা ক্ষমা করে দেয়। আর যারা বুদ্ধিমান হয়ে থাকে তারা এড়িয়ে যায়। 


৬. ঘৃণিত হওয়ার থেকে বড় কষ্ট হল অবহেলিত হওয়া কেননা সেক্ষেত্রে তুমি তোমার নিজের অস্তিত্বই খুঁজে পাবে না। 


৭. যারা নেতিবাচক চিন্তা ধারার মানুষ তাদের এড়িয়ে চলাই ভাল কেননা তাদের কাছে সকল সমস্যার সমাধান আছে। 


৮. সকল সময় আপনার উচিত সমালোচনাকে এড়িয়ে চলা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।


৯. তুমি একবার যদি কারো কাছে অবহেলিত হও তাহলে তার কাছে আর কখনো ফিরে যেওনা। 

১০. অবহেলা না করে তার যত্ন নাও কেননা যত্ন ছাড়া কখনো কোন বৃক্ষ ফল দেয় না। 


১১. আমি তোমার অবহেলা সহ্য করতে করতে অনেক শক্ত হয়ে গিয়েছি তাই আজ কারো অবহেলা আমার কিছু করতে পারবে না। 


১২. দূরের মানুষগুলো অবহেলা কিন্তু কখনো অবহেলা মনে হয়না কিন্তু কাছের মানুষগুলো যখন অবহেলা করে তখন সেটা মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি মনে হয়। 


১৩. তুমি হয়তো এখন একজন মানুষকে অবহেলা করে অনেক মজা নিচ্ছ কিন্তু এই অবহেলার কারণে তোমার কতটা ক্ষতি হতে পারে সে তুমি নিজেও জানোনা। 


১৪. অন্যকে অবহেলা না করে তার যত্ন নিতে শিখো তাহলে দেখবে তুমি কখনোই অবহেলার শিকার হবে না।


১৫. অন্য কারো অবহেলার জন্য নিজেকে নিজে কষ্ট দেওয়া অনেক বড় বোকামি। নিজের ভালো অন্যের যত্ন কিংবা অবহেলার ওপর কোনো সময় নির্ভর করতে পারে না। তাই কখনো কারো কাছ থেকে অবহেলা পেলে কষ্ট পাওয়া যাবেনা।


১৬. একজন মানুষের যখন অবহেলিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে যায়, মানুষটি কিন্তু তখন আর অসহায় থাকেনা। সে তখন ব্যস্ত হয়ে পড়ে পৃথিবীতে তাকে নতুনভাবে উপস্থাপন করার জন্য। 


১৭. তোমার কাছে বারবার অবহেলিত হয়ে তোমার পথ চেয়ে বসে আছি। আরেকটু বেশি অবহেলা করলে হয়তো সেটা আমার দুঃখের কারণ হতে পারে। 


১৮. অবহেলা শব্দটি খুব একটা বড় না হলেও যে অবহেলার শিকার হয় সেই শুধুমাত্র জানে যে অবহেলা কত খারাপ। 


১৯. কারো অবহেলা করে কারো চোখে খারাপ হয়ো না এতে করে পরবর্তীতে তুমি বিপদে পরবে।


২০. অবহেলা কখনোই সমাজের শান্তি বয়ে আনতে পারে না। তাই কাউকে অবহেলা করার থেকে বিরত থাকতে হবে। 


আজকের পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস বা অবহেলা নিয়ে সেরা কিছু কষ্টের স্ট্যাটাস সম্পর্কে জেনেছেন।

-----------------------------------

এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস ও এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

Technology

Recent Post