ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ পোষ্টে আপনাদের জানাই Bd status pro সাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবারও বছর ঘুরে এলো আমাদের সবচেয়ে আনন্দের দিন “ঈদ”। আমরা বছরে দুটি ঈদ উদযাপন করি। একটি ঈদ-উল-ফিতর এবং অপরটি ঈদ-উল-আযহা। ঈদের এই ২টি দিনকে ঘিরে আমাদের কতই না আয়োজন।
আপনি হয়তো ভাবছেন আপনার প্রিয় মানুষদের কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন ? তাহলে এই ঈদ মোবারক স্ট্যাটাস পোষ্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের পোষ্টে ২০২২ সালের কিছু সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদ স্ট্যাটাস, ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস এবং ঈদ মোবারক এসএমএস শেয়ার করা হলো।
ঈদ মোবারক স্ট্যাটাস
রহমতের ১০ দিন গেল,
মাগফিরাতের ১০ দিন গেল,
নাজাতের ১০ দিন গেল,
সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২. ঈদ মোবারক চিঠি দিয়ে নয় "ফুল দিয়ে নয়"
কার্ড দিয়ে নয় "কল দিয়ে নয়"
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই
সবাই কে "অগ্রিম ঈদের শুভেচছা"
৩. ঈদ মোবারক.রঙ লেগেছে মনে, মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
"ঈদ মোবারাক"!
৪. দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুক খুশী মনে
***** ঈদ মোবারাক ****
৫. নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
৬. নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৭. ঈদ মানে আকাশে নতুন চাঁদ,
ঈদ মানে নতুন কিছু পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত....
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৮. শুভ রজনী, শুভ দিন
রাত পেরোলেই ঈদের দিন
উপভোগ করবে সারাদিন
ঈদ পাবে না প্রতিদিন
দাওয়াত রইলো ঈদের দিন
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
৯. আসছে ঈদ, চলছে গাড়ি
আমার দাওয়ার তোমার বাড়ি
অহ সরি, তোমার দাওয়াত আমার বাড়ি
হিমেল হাওয়া, শীতের দিন।
আসবে কিন্তু ঈদের দিন
১০. ঈদের দিন পায়েস খাব!
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১১. রোজার শেষে নতুন ঈদ
অল্প কিছু শুভেচ্ছা নিন
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন
নতুন কিছু স্বপ্ন গড়ুন
নতুন ঈদ নতুন আশা
রইলো কিছু ভালোবাসা
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১২. স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পুরণ হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
১৩. আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে ।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে ।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১৪. মেঘলা আকাশ,মেঘলা দিন
ঈদের বাকি কয়েক দিন।
ঝড় বৃষ্টি রোদের দিন....
আসবে কিন্তু ঈদের দিন।।
নদীর ধারে সাদা বক
তোমাকে জানাই অগ্রিম
********ঈদ মোবারক********
১৫. চাঁদ উঠেছে,,,,,,,,,, ফুল ফুটেছে
দেখবি কে কে আয়...............
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়।।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১৬. কাল ঈদ-উল-আযহা
সাজবে তুমি মেহেদি দিয়ে,,,,,,,,,,,,,
রাঙ্গাবে তোমার হাত
এই খুশির সময়টুকু
কাটুক তোমার ১২মাস
****ঈদ মোবারাক****
১৭. পৃথিবী জুড়ে চলছে ঈদের উৎসব
ঈদ মানে আনন্দ,,,,,,,, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১৮. আমার হৃদয়ের অন্তস্থল থেকে......
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
,<>=<>ঈদ<> মোবারক<>=<>।
১৯. আজকে খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওয়ালের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দূর,
রমজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর,,,
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২০. ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদেরে কাদায়,
আর আমার এই সময় তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়.
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২১. রং লেগেছে মনে, মধুর এই ক্ষণে,
তোমায় আমি রাঙিয়ে দিব ঈদের এই দিনে।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২২. রংধনু আসে রঙের টানে,
সুবাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে,
মন কেটে যায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২৩. ঈদ-এর খুশির দিনে তোমায় পরে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দুরে গেলে কষ্ট গুলো বাড়ে,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোণে..!
ঈদের শুভেচ্ছা।
<>=<>ঈদ<> মোবারক<>=<>।
২৪. সোনালী সকাল, রোদেলা দুপুর,
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা,
চাঁদনী রাত, সব রং-রাঙ্গিয়া থাক আপনার সারাটা বছর, সারাটা জীবন।
এই কামনায়- <>=<>ঈদ<> মোবারক<>=<>।
------------------------------------------
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টে ঈদের সেরা কিছু শুভেচ্ছা স্ট্যাটাস তুলে ধরার জন্য। আশা করি আপনাদের সবার ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্টটি একটু হলেও ভালো লেগেছে। তাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বার্তা শেয়ার করুন। এবং আপনাদের সবার ঈদ ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্ট শেষ করছি।
সবাইকে অগ্রিম <>=<>ঈদ<> মোবারক<>=<>।
আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না ।