20+ ফেসবুক স্ট্যাটাস (Part-01)

আমরা আমাদের ফেসবুকে নিত্য নতুন স্ট্যাটাসের মাধ্যমে আমাদের মনের ভাব ফেসবুক বন্ধুদের সাথে করে থাকি। আপনিও যদি এমনটা চান তবে এই পোস্ট শুধু মাত্র আপনার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর বাছাই করা সেরা ২০+ ফেসবুক স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করতে করলাম। আপনাদের পছন্দ অনুযায়ী ফেসবুক স্ট্যাটাস কপি করে আপনারা আপনাদের প্রোফাইলে ব্যবহার করতে পারেন।

ফেসবুক স্ট্যাটাস

20+ ফেসবুক স্ট্যাটাস (Part-01)


নিজের আঘাত গুলো

কাউকে দেখাতে চাই না,

জানি আজকাল সবাই

লবণ নিয়ে ঘুরে।

 

কারো জন্য নয়,

নিজের জন্য

পারফেক্ট আমি।

 

যেটা চাই সেটা পাই না

যেটা চাই না সেটাই পাই

হুম এটাই আমার কপাল

 

আঘাতটা সেখানেই পেয়েছি

যেখানে তোমাকে রেখেছিলাম

 

তোমার প্রেমে অন্ধ হতে চায়।

কিন্তু ভয় লাগে,

যদি তুমি ভিক্ষা করতে পাঠিয়ে দাও।

 

ক্রাশ খাবো....

মুগ্ধ হবো.....

প্রেমেও পড়বো....

তবুও বলবোনা ভালবাসি।

 

আমি কি জিনিস,

জানলেই তুমি ফিনিশ।

ইতি,,কিউটের ডিব্বা

 

অনেক বছর কেটে গেল

দেখা নাইতো তার,

কোন শহরে থাকে এখন

আমার বাম পাঁজরের হাড়।

 

আমি দস্যি

আমি দুষ্টু

আমি দজ্জাল

আমি ঝগড়ুটে

সুতরাং আমার থেকে দূরে থাক।

 

কাউকে বুজাতে পারবো না

আমি কেমন,

আমাকে যে যেমন মনে করে

আমি তার কাছে তেমন।

 

কিরে তুই আমার আইডিতে কেন

তোর আইডি নাই

যা ভাগ শালা।

 

এক হাতে চোখের পানি মোছা

আর এক হাতে ম্যাসেজ করার

কষ্টটা তুমি বুঝবে না।

 

অসাধারণ হতে চাই না

সাধারণই ঠিক আছি

কঠিন হলেও

বাস্তব কেই ভালবাসি

 

আমি সিঙ্গেল এতে কোন দুঃখ নেই

কিন্তু আমার হবু বৌ এখনো কি সিঙ্গেল

নাকি কারোর সাথে প্রেম করছে।


 ফুচকা প্রেমি

আইসক্রিম প্রেমি

আর একজনের প্রেমিকা

হুম তুমিই সেই নাম।

 

অনেক মন খারাপের মধ্যে দিয়েও

শুধু বেঁচে আছি তোর অপেক্ষায়

 

সুখ আর দুঃখ এই দুটোকে

এডজাস্ট করার নামি জীবন।

 

জানি স্বপ্ন সত্যি হয় না

তবুও মন যে মানতে চায় না।

 

আজ আমি দেখতে খারাপ বলে

আমাকে কেউ একটুও ভালবাসে না।

 

এখন কেউ I Love You বললে

তাকে খুব বলতে ইচ্ছে করে

কত দিনের জন্য অভিনয় করতে চাও।

 

কিছু মানুষ কোন দিন

কারোর প্রিয় হতে পারে না,

যেমন আমি।

 

কোন অহংকার নেই

তবে আত্মসম্মান টা

একটু বেশিই আছে।

-----------------------------------

এই রকম নিত্য নতুন বিভিন্ন স্ট্যাটাস এসএমএস পেতে চাইলে আমাদের সাইটের সাথেই থাকুন। যদি আমাদের সাইটের পোস্টগুলা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Recent Comments

Technology

Recent Post